Sunday, February 25, 2007

electricity crisis in BD and possible solutions

যদি দুর্নীতি না হত এবং বিদ্যুত খাতে বরাদ্দকৃত অর্থ ঠিকমত ব্যবহার হতো, তাহলে আজকের এমন দুর্দশা বাংলাদেশে হত না। এখন একটাই উপায় বাকি রয়েছে তা হল নতুন পাওয়ার হাউস বসানো। অথচ সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা করতে করতে অনেকদিন বাংলাদেশকে অন্ধকারে ডুবে থাকতে হবে। এ সমস্যাটা আবারও হবে ভবিষ্যতে কারন সময়ের সাথে চাহিদা বাড়ার কারনে। তাই এখন থেকেই একটা বিকল্প ব্যাবস্থা থাকতে হবে। যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আমরা সাময়িকভাবে চাহিদা পুরণ করে নিতে পারি। এতে নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ থাকবে। দেশের সমস্ত কাজ কর্ম এগিয়ে যাবে। এর পর যখন নতুন পাওয়ার প্ল্যান্ট বসবে, তখন বিদ্যুত আমদানি বন্ধ রাখা হবে। এতে আমরা কোনোভাবেই বিদ্যুতের ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিনা। কারন এটা হবে সাময়িক, স্বল্পমেয়াদী পদক্ষেপ।
গ্যাস না পেলে বর্তমান পাওয়ার প্ল্যান্ট গুলোও যা বিদ্যুত দিতে পারতো, তাও দিতে পারছে না। আবার ঠিকমত বিদ্যুত না থাকায় পানিও ঠিকমত সরবরাহ করা যাচ্ছে না। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক কিছুই দেশে বিফলে যাচ্ছে।
এভাবে দিনের পর দিন কাজ ফেলে তো আর বসে থাকা যায় না। বর্তমানে এমন কোনো কাজ নেই যাতে বিদ্যুতের চাহিদা নেই। আশাকরি আমার সাথে সুধী পাঠকগনও একমত। তাহলে দেরী না করে ঝটপট আপনার মন্তব্য লিখুন।

1 comment:

Anonymous said...

konovabei deshe nuclear power plant boshano jabe na. eta urbor shoshyo shamol desh. ek bar accident holei amader desh moruvumi hoye jabe